হলুদ হয়ে যাওয়া মোবাইল কভার আবার পরিষ্কার করার ঘরোয়া উপায়
ট্রান্সপারেন্ট মোবাইল কভার কেন হলুদ হয়ে যায়? আর কিভাবে আবার পরিষ্কার করবেন
আজকাল আমরা প্রায় সবাই ট্রান্সপারেন্ট মোবাইল কভার ব্যবহার করি। কারণ এতে মোবাইলের আসল রং আর ডিজাইনটা স্পষ্ট দেখা যায়। কিন্তু কয়েক মাস ব্যবহার করার পরেই দেখা যায় কভারটা ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। নতুন কেনা ঝকঝকে কভার হঠাৎ এমন হয়ে গেলে সত্যি খারাপই লাগে।
আসলে কেন এমন হয়? আর এর সমাধান কী? চলুন সহজভাবে জেনে নেই।
কেন কভার হলুদ হয়ে যায়?
১. সূর্যের আলো ও তাপ – মোবাইল আমরা সবসময় ব্যবহার করি। রোদে বের হলে কভারের প্লাস্টিক UV রশ্মির কারণে কালচে বা হলদেটে হয়ে যায়।
২. হাতের ঘাম আর ময়লা – প্রতিদিনের ব্যবহারেই হাতে থাকা ঘাম, তেল, এমনকি খাবারের ছোট ছোট দাগও কভারের সাথে মিশে রং পাল্টে দেয়।
৩. ধুলাবালি – বাইরে বের হলে কভার ধুলো টেনে নেয়, যা ধীরে ধীরে কভারকে ময়লা করে ফেলে।
৪. প্লাস্টিকের মান – সব ট্রান্সপারেন্ট কভারের মান একরকম নয়। সস্তা প্লাস্টিক সাধারণত দ্রুত হলুদ হয়ে যায়।
কিভাবে আবার পরিষ্কার করবেন?
অনেকে ভাবে, একবার হলুদ হয়ে গেলে কভার আর আগের মতো করা যায় না। কিন্তু কিছু ঘরোয়া টিপস ব্যবহার করলে কভার অনেকটাই আগের মতো হয়ে যেতে পারে।
১. টুথপেস্ট ও বেকিং সোডা
অল্প টুথপেস্টের সাথে অর্ধেক চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন।
পুরনো টুথব্রাশ দিয়ে কভারের ওপর হালকা করে ঘষুন।
কয়েক মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এতে দাগ ও হলুদভাব অনেকটাই কমে যায়।
২. ভিনেগার ও ডিশ ওয়াশ লিকুইড
এক কাপ গরম পানিতে দুই চামচ ভিনেগার ও কিছু ডিশ ওয়াশ মিশিয়ে নিন।
কভার ১৫–২০ মিনিট ভিজিয়ে রাখুন।
তারপর ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
এই পদ্ধতিতে কভার আবার ঝকঝকে হয়ে ওঠে।
৩. হ্যান্ড স্যানিটাইজার বা অ্যালকোহল ওয়াইপ
কভার খুব বেশি নোংরা না হলে স্যানিটাইজার দিয়েই পরিষ্কার করা যায়।
তুলা বা কাপড়ে অল্প স্যানিটাইজার নিয়ে কভারের ওপর ঘষে দিন।
৪. ব্লিচ সলিউশন (সতর্কতা প্রয়োজন)
অল্প ব্লিচ পানিতে মিশিয়ে ৫–১০ মিনিট কভার ভিজিয়ে রাখুন।
পরে ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
তবে বেশি সময় ভিজিয়ে রাখবেন না, এতে কভার নরম হয়ে যেতে পারে।
সতর্কতা
খুব পুরনো বা নিম্নমানের কভার একেবারে নতুনের মতো হবে না।
ব্লিচ ব্যবহার করলে অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন।
নিয়মিত পরিষ্কার না করলে হলুদভাব জমে যাবে।
শেষ কথা
ট্রান্সপারেন্ট মোবাইল কভার সুন্দর হলেও নিয়মিত যত্ন না নিলে হলুদ হয়ে যায়। তবে চিন্তার কিছু নেই, ঘরোয়া উপায়েই এটাকে অনেকটা আগের মতো করে ফেলা সম্ভব। আর যদি কভারটা একেবারেই পুরনো হয়ে যায়, তাহলে নতুন কভার কিনে ব্যবহার করাই ভালো।

ভাইরাল মিন্ট হাবের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url