10000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ 2025
10000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ 2025 এর বর্তমান বাজারে কি সত্যি আছে? বর্তমানে কি ভালো মানের স্মার্টফোন 10000 টাকার ভেতর পাওয়া সম্ভব? অনেকের মনে এই প্রশ্ন জাগে। তাদের বলব হ্যাঁ সম্ভব। আমরা বাংলাদেশের বর্তমান বাজার বিশ্লেষণ করে আপনাদের জন্য খুঁজে এনেছি সেরা ১০টি মোবাইল।
যেখানে আপনি পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি সবকিছু একেবারে অসাধারণ লেভেলের। এই আর্টিকেলে প্রতিটি ফোনের ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয়েছে। আপনি স্টুডেন্ট, সাধারন ইউজার যেটাই হন না কেনো। কম দামে সেরা ফোন কিনে আর চিন্তা নয়, আজই বেছে নিন আপনার পছন্দের মোবাইল।
সূচিপত্র : 10000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ 2025
আরও পড়ুন ঃ
কিভাবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাবেন
10000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ 2025 : সেরা বাজেট মোবাইল
10000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ 2025 নিয়ে লেখা আমাদের এই আর্টিকেলে
আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের দেশে স্মার্টফোন ব্যাবহারকারীদের অনেকেই কম দামে
ভালো মানের মোবাইল খুঁজে থাকেন। আগে ফোন ব্যাবহার হতো শুধু কথা বলা আর মেসেজ করার
জন্য। এখন যুগ বদলেছে। স্মার্টফোন এখন মানুষের দৈনন্দিন জীবনের একটা খুবই
গুরুত্বপূর্ণ অংশ। অনলাইন ক্লাস, ফ্রীল্যান্সিং, ভিডিও দেখা বা হালকা গেমিং
সবকিছুর জন্যই দরকার একটি নির্ভরযোগ্য স্মার্টফোন।
আপনি কল্পনা করতে পারবেন না যে এই 2025 সালে প্রযুক্তির এতটাই উন্নতি হয়েছে জার
কারনে আপনি 10000 টাকার মোবাইলেই পাবেন দারুন সব ফিচারস। এত এত মডেলের ভিড়ে আপনার
জন্য সঠিক স্মার্টফোনটি বেছে নেওয়া অনেক কঠিন হয়ে গেছে। তাই এই আর্টিকেলে আমরা
বাংলাদেশের সব মডেল অ্যানালাইসিস করে খুঁজে এনেছি সেরা ১০টি স্মার্টফোন যা আপনার
বাজেট এবং চাহিদার সঙ্গে মানানসই হবে।
১০০০০ টাকার মধ্যে সেরা ব্র্যান্ডের মোবাইল বাংলাদেশ ২০২৫
সেরা ১০টি বাজেট মোবাইল এর ব্যাপারে আপনাদেরকে জানাতে আমার অনেক ভালো লাগছে। এই
মোবাইল গুলোর ভেতর বেশিরভাগ আমরা নিজে ব্যাবহার করেছি আপনাদের এগুলোর ব্যাপারে
একদম সঠিক এবং নির্ভুল তথ্য দেওয়ার জন্য। আমরা শুধু আর্টিকেল লেখার জন্য এই টপিক
বেছে নেয়নি। আপনারা যেন আমাদের সাজেসনে স্মার্টফোন কিনে হতাস না হন সেই কারনে
আমরা এই মোবাইলগুলো ব্যাবহার করে তবেই আপনাদের জানাচ্ছি। অনেক কথা হল চলুন এইবার
জেনে নেয়া যাক।
১. Xiaomi Redmi 13C(light) সেরা লুক ও ডিসপ্লে
শাওমি তাদের এই বাজেট ফোনে প্রিমিয়াম লুক দিয়ে অনেক বাজেট লাভারদের মন জয় করে
নিয়েছে। Redmi 13C(Light) এই বাজেটে আকর্ষণীয় ডিজাইন ও ভালো ডিসপ্লে অফার
করে।
আনুমানিক মূল্য ৳ 12,999 (4gb/128gb) টাকা, এতে প্রসেসর দেওয়া হয়েছে Mediatek Helio G85। এর ডিসপ্লে 6.74inch ( IPS LCD ) সাথে থাকছে 90hz refresh rate এর ক্যামেরায় পাচ্ছেন পেছনে 50MP AI Triple ক্যামেরা ও পেছনে 8MP এর সেলফি ক্যামেরা এবং এর ব্যাটারি ক্যাপাসিটি 5000MAH সাথে থাকছে 18W কুইক চার্জ ফিচার।
এই ফোনের বিশেষ ফিচার ও সুবিধার ভেতর একটি হচ্ছে এটার 90HZ ডিসপ্লে এই বাজেটে খুব
কম ফোনে পাওয়া যায়। যেটাতে আপনি স্মুথ স্ক্রলিং এবং ভালো টাচ রেসপন্স পাবেন।
ভিডিও দেখার অভিজ্ঞতা দুর্দান্ত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এর 50MP AI
Triple camera তে ফটো আসবে একদম অন্য লেভেলের। যা আপনি এই বাজেটের স্মার্টফোনে
কল্পনা করতে পারেন না। আর এর স্লিম বডি এই ফোনকে একটি প্রিমিয়াম ফোনে রুপান্তর
করেছে।
২. Xiaomi Redmi 11 prime . বাজেট সেরা গেমিং ফোন
এই ফোনটি বাজেটের ভেতরে গেমিং লাভারদের পছন্দের একটি। এটার শক্তিশালী প্রসেসর এবং
হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এটাকে এই বাজেটের ভেতর একটি দুর্দান্ত ফোনে রুপান্তর
করেছে। এটাতে 1080P@30FPS এ ভিডিও রেকর্ডিং সহ অনেক ফিচার আছে।
আনুমানিক মূল্য ৳ 11,999 (4GB+64GB) এর প্রসেসর হচ্ছে Mediatek Helio G99 এবং Android 12 (MIUI 13) এর ডিসপ্লে 6.58inch ( IPS LCD ) সাথে থাকছে 90hz refresh rate ও Corning gorilla glass 3 । এর ক্যামেরায় পেছনে 50mp সামনে 8mp ব্যাটারি 5000MAH এর সাথে 18W ফাস্ট চার্জ।
এই ফোনে রয়েছে একটি শক্তিশালী গেমিং প্রসেসর। যার জন্য গেমারদের পছন্দের একটি
বাজেট ফোন এটি। এটার মসৃণ 90hz FHD display স্মুথ গেমিং এর জন্য সেরা। এর 50 মেগা
পিক্সেল এর প্রধান ক্যামেরাতে আপনি ছবি পাবেন একদম অসাধারণ। আর সেই ছবি উঠানোর পর
পরই এই ফোনের AI ফিচার সেই ছবিকে আরও জীবন্ত আর একদম ফেসবুকে সরাসরি আপলোড করার
মতো করে দিবে। এই ফোনে আরেকটি ফিচার হচ্ছে INFRARED . যেটা দিয়ে আপনি যেকোনো
রিমোট কন্ট্রোল এর কাজ এই ফোন দিয়ে করতে পারবেন।
৩. Realme Note 50 . বাজেট স্লিম ফোন
রিয়েলমি সবসময় তরুণদের পছন্দের একটি ব্র্যান্ড। এই মডেলটি তাদের জন্য যারা
বাজেটের ভেতর হালকা, স্লিম এবং নির্ভরযোগ্য মোবাইল চান।
আনুমানিক মূল্য ৳10,499 (4GB+64GB) এই ফোনের প্রসেসরে থাকছে Octacore Processor (UNISOC T612) এবং Android 13 । এর ডিসপ্লে 6.74inch এইচডি ডিসপ্লে এর সাথে 90hz রিফ্রেশ রেট ও gorilla glass protection এবং ক্যামেরায় পাচ্ছেন সামনে 13MP এবং পেছনে 5MP (AI HDR)। ব্যাটারি পাচ্ছেন 5000MAH সাথে 10W চারজিং সিস্টেম।
এই Note 50 স্মার্টফোনটি 7.9mm পাতলা হওয়ায় হাতে ধরে আরাম এবং প্রিমিয়াম একটা ফিল
পাওয়া যায়। আর রিয়ালমির এই স্টাইলিশ ফোনটির কোয়ালিটি এবং সফটওয়্যার অপটিমাইজেশন
নির্ভরযোগ্য হওয়ায় আমরা এটি ব্যাবহার করে স্মুথ ফিল পেয়েছি।
৪. Samsung Galaxy A05 ব্র্যান্ড মোবাইল বাজেটের ভেতর
স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু যে কেমন সেটা নিশ্চয় আলাদা করে বলা লাগবে না। আর
সেই ব্র্যান্ড যদি আপনার বাজেটের ভেতর হয় তাহলে আর কি লাগে! চোখ বন্ধ করে কিনে
নিবেন তাই না!
এই ফোনের আনুমানিক মূল্য ৳10,000 (4GB+64GB) এবং প্রসেসর পাচ্ছেন Mediatek Helio G85 ও Android 13। এটার ডিসপ্লে 6.7inch PLS LCD এর সাথে 90hz refresh rate ও Gorilla glass
protection।এর ক্যামেরায় পেছনে 50MP এবং 2MP depth ও সামনে 8MP এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি 5000MAH এর সাথে 25W fast charging support
স্যামসাং এর এই গালাক্সি ফোনটির শক্তিশালী প্রসেসর গেমিং ও মাল্টিটাস্কিং এর জন্য
সেরা বাজেটের ফোন। এই ফোনের ক্যামেরাটাও অসাধারণ যা স্যামসাং মোবাইলে হওয়ার কথা।
আপনি বুঝতেই পারবেন না যে আপনি একটা বাজেট ফোনে ছবি তোলছেন। আর এটার 25W ফাস্ট
চারজিং সাপোর্ট থাকার কারনে এই ফোনে দ্রুত ফুল চার্জ হয়ে যায়। যা অন্য বাজেট ফোনে
সচরাচর দেখা যায় না। এবং এই ফোনে আপনি স্যামসাং এর সারাজীবনের সফটওয়্যার আপডেট
পাচ্ছেন।
আরও পড়ুন ঃ
বাংলা আর্টিকেল লিখে ইনকাম করার উপায়
৫. Infinix Smart 8 Pro বাজেট পাঞ্চ হোল ডিসপ্লে ও গেমিং বুস্ট
Infinix বাজেট সেগমেন্টে আধুনিক ফিচারস যুক্ত করে দিন দিন জনপ্রিয়তা লাভ করছে।
তাদের এই মডেলের ফোন আকর্ষণীয় ডিসপ্লে ও পারফরম্যান্স বুস্টের জন্য পরিচিত।
এই ফোনের আনুমানিক মূল্য ৳10,499 (4gb+128gb) এই ফোনের প্রসেসরে পাচ্ছেন Mediatek Helio G36 এর সাথে Android 13। এর ডিসপ্লে সাইজ 6.6inch এর সাথে 90hz Punch Hole Display এবং ক্যামেরায় পেছনে থাকছে 50MP এআই ক্যামেরা এবং সামনে 8MP এবং ব্যাটারি ক্যাপাসিটি 5000MAH ।
Infinix দিন দিন তাদের ফোনে গ্রাহকদের বাজেটের মধ্যে অনেক বেশি কিছু দেওয়ার
চেষ্টা করে যাচ্ছে। এই ফোনে এই বাজেটে 90hz এর পাঞ্চ হোল ডিসপ্লে দেয়া সেটাই
প্রমান করে। এর কারনে এই ফোন ব্যাবহারে আপনি প্রিমিয়াম ফিল পাবেন আর ভিডিও দেখার
এক্সপেরিয়েন্স হবে অন্য দামি ফোনের মত। আর Infinis এর নিজস্ব XOS অপারেটিং
সিস্টেম এই ফোনে গেমিংকে করেছে বেশি স্মুথ এবং ফোনে সুন্দর কাস্টমাইজেশন এর
সুবিধা পাবেন।
৬. Oppo A17 (লাইট ভার্সন) বাজেট সেরা ক্যামেরা ফোন
হেডিং দেখে হয়তো বুঝতেই পারছেন কেন এই ফোনকে আমরা আমাদের বাজেটের ভেতর সেরা ১০টি
মোবাইল এর লিস্টে রাখছি। আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি এই স্মার্টফোনটি
এই বাজেটে সাজেস্ট করছি।
এই ফোনের আনুমানিক মূল্য ৳9,999 থেকে ৳12,500 এর ভেতর পেয়ে যাবেন (4gb+64gb) এর প্রসেসর হচ্ছে Mediatek Helio G35 ও Android 12 colorOS। এই ফোনের ডিসপ্লে সাইজ 6.56inch IPS LCD এই ফোনে ক্যামেরায় পেছনে পাচ্ছেন 50MP ও সামনে 5MP এবং ব্যাটারি ক্যাপাসিটি 5000MAH ।
যারা 10000 টাকার ভেতর ভালো ক্যামেরা মোবাইল চান তাদের জন্য এই ফোনটি একটি ভালো
অপশন। Oppo কে মানুষ ভালবাসে এর ক্যামেরা পারফর্মেন্স এর জন্য। যেটার এক ঝলক আপনি
এই ফোনে দেখতে পাবেন। ColorOS থাকার কারনে এই ফোনটির ইন্টারফেস ব্যাবহারে
আরামদায়ক অনুভব করবেন। এবং এই ফোনে IPX4 থাকার কারনে পানির ছিটেফোটা কিংবা হালকা
বৃষ্টিতে ভিজলে ফোনের কোন সমস্যা না হওয়ার সম্ভাবনা থাকবে।
৭. Nokia C22 বাজেট সেরা মজবুত ফোন
Nokia নামটা আগে বাংলাদেশের সব মানুষের ইমোশন এর সাথে জরিয়ে ছিল। এই ব্র্যান্ড
মাঝখানে হারিয়ে যাওয়ার কিছু সময় পর আবার নতুন করে কামব্যাক করছে। এই ব্র্যান্ডকে
মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে। কারন Nokia সবসময় তাদের শক্তিশালী বিল্ড
কোয়ালিটি ধরে রেখেছে। যারা এই বাজেটে আগের মতো করে ফোন দিয়ে আম পারতে চান তাদের
জন্য এইটা বেস্ট অপশন।
এই ফোনের আনুমানিক মূল্য ৳9,9999 (3gb+64gb)। এই ফোনের প্রসেসর UNISOC SC9863A এর সাথে Android go । এর ডিসপ্লে সাইজ 6.5inch HD+ এবং পেছনের ক্যামেরায় 13MP Dual এবং সামনে 8MP । ব্যাটারি ক্যাপাসিটি 5050MAH এর সাথে 10W quick charge ফিচার।
এর ব্যাপারে তো আমার একটা কথায় বলতে মন চাচ্ছে " দীর্ঘদিন ব্যাবহার ও মজবুত বিল্ড
এর জন্য Nokia সেরা রে " এটাই বাস্তব ! হা হা হা ! ভাই আসলেই বাস্তব এটা। এই
ফোনের নামটাই যথেষ্ট এর সম্পর্কে জানার জন্য তারপর কিছু জানিয়ে রাখি। এই ফোনে
স্টক অ্যান্ড্রয়েড থাকার কারনে কোন এক্সট্রা হাবিজাবি অ্যাপ্স এর ঝামেলা নেই।
আপনি মজা পাবেন এই ফোন ব্যাবহারে। আর সাথে সারাজীবন এর জন্য সিকিউরিটি আপডেট তো
থাকছেই। এই বাজেটে আর কি লাগে ।
৮. Motorola Moto E13 ( বাজেটে প্রিমিয়াম লুক এবং ডলবি অ্যাটমস সাউন্ড
একসময় Nokia এবং Motorola মোবাইলের যুগে রাজত্ব করেছে। আমরা তখন মোবাইল বলতে
চিনতামই এই দুই ব্র্যান্ডকে। ধিরে ধিরে তাদের ফিরে আসা অনেক ভালো লাগছে। মটোরলা
তাদের ফোনগুলোতে সবসময় চেষ্টা করে অন্যদের থেকে আলাদা বেশি কিছু দেওয়ার। এবং এটার
জন্য তারা অনেক মানুষের আস্থা অর্জন করেছে।
এই ফোনের আনুমানিক মূল্য ৳9,500 থেকে ৳১৪,০০০ এর ভেতরে । এই ফোনের প্রসেসর হচ্ছে Unisoc T606 ও Android Go । এই ফোনের ডিসপ্লে 6.5 inch HD+ এর পেছনের ক্যামেরা 13MP ও সামনে 5mp এর ব্যাটারি ক্যাপাসিটি 5000MAH ।
এই ফোনের বিশেষ ফিচার আছে যা আপনি এই বাজেটে অন্য ফনে পাবেন না। এই ফোনে সাউন্ড
সিস্টেমে ব্যাবহার করা হয়েছে Dolby Atmos Audio যা আপনাকে দেবে একদম ক্রিস্টাল
ক্লিয়ার সাউন্ড এক্সপেরিয়েন্স। ফ্ল্যাগশিপ ফন হওয়াই এটার ভিডিও কোয়ালিটি অসাধারণ।
এই ফোনে স্টক অ্যানড্রয়েড থাকায় ব্যাবহারে আপনি কোন প্রকার ল্যাগ পাবেন না। এবং
IP52 রেটিং থাকায় পানি ও ধুলো থেকে আপনার মোবাইল থাকবে সুরক্ষিত।
৯. Infinix Smart 9 বাজেটের ভেতর অসাধারণ পারফর্মেন্স
Infinix তাদের স্মার্টফোনগুলোতে অল্প টাকায় সবসময় অনেক বেশি কিছু তাদের ফোনে দিয়ে
থাকে। যার কারনে অনেক মানুষ এই ব্র্যান্ডকে অনেক পছন্দ করে। এই বাজেটে এই ফোনে
আপনি পাচ্ছেন 120hz Refresh Rate এবং শক্তিশালী একটি প্রসেসর। যা এই বাজেটের অন্য
মোবাইলগুলোকে চ্যালেঞ্জ জানিয়েছে।
এই মোবাইলের আনুমানিক মূল্য ৳9,999 (3gb+64gb) ও ৳11,999 (4gb+128gb) এর প্রসেসর হচ্ছে Mediatek Helio G81 এই ফোনের ডিসপ্লে সাইজ 6.7 inch IPS LCD এর সাথে 120hz refresh rate HD+ ডিসপ্লে । এই ফোনে ক্যামেরায় পেছনে থাকছে 50MP এবং সামনে 8MP দুইটাতেই আছে AI ফিচার। এর ব্যাটারি ক্যাপাসিটি 5000MAH এর সাথে 10W quick charge এবং type-c port।
এই বাজেটে সব ফোনকে চ্যালেঞ্জ জানিয়ে তারা 120hz refresh rate দিয়েছে এই ফোনে।
যাতে আপনি পাবেন মসৃণ অ্যানিমেশন ও স্ক্রলিং এর স্মুথ এক্সপেরিয়েন্স। এবং এটার
প্রসেসর শক্তিশালী হওয়ায় আপনি মাল্টিটাস্কিং ও গেমিং এ পাবেন অসাধারণ স্মুথনেস।
এই ফোনে আরও রয়েছে ডুয়াল স্পিকার যা আপনাকে থ্রিডি সারাউন্ড সাউন্ড এর ফিল দিবে।
১০. Itel P55 বাজেটের ভেতর অনেক কিছু
Itel এর এই ফোনে তারা তাদের গ্রাহকদের ভালবাসা পাওয়ার জন্য 10000 টাকায় অনেক কিছু
অফার করছে। দ্রুত চারজিং, উন্নত ডিসপ্লে, 50MP ক্যামেরা এর মিস্রনে এই ফোন একটি
শক্তিশালী ডিভাইস।
এই ফোনের আনুমানিক মূল্য ৳10,990। এর প্রসেসর হচ্ছে Unisoc T606(12nm)। এই ফোনের ডিসপ্লে সাইজ 6.6 inch এর সাথে 90hz refresh rate punch hole display। এর পেছনের ক্যামেরায় 50MP এবং সামনে 8MP । এর ব্যাটারি ক্যাপাসিটি 5000MAH এর সাথে 18W Fast charging ফিচার।
এত কম বাজেটে 5000MAH ব্যাটারির সাথে 18W ফাস্ট চারজিং সাপোর্ট এই ফোনকে কম দামে
ভালো স্মার্টফোন 2025 এ একটা ভালো স্থানে রেখেছে। পাঞ্চ হোল ডিসপ্লে থাকার কারনে
আপনি এই মোবাইল ব্যাবহারে দুর্দান্ত এক্সপেরিয়েন্স পাবেন।
শেষ কথা ঃ 10000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ ২০২৫
10000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ ২০২৫ নিয়ে লেখা আমাদের এই আর্টিকেলে আমরা
সবথেকে সেরা ফোনগুলোর ব্যাপারে আপনাদের বিস্তারিত জানিয়েছি । আমরা নিজে ব্যাবহার
করে যা পেয়েছি সেটাই তুলে ধরেছি। এই ফোন গুলো শুধু ব্যাবহারযোগ্য নয় বরং অনেক
ফিচারস এই ফোনগুলোতে আপনি এই বাজেটে পাবেন।
আমার কাছে এই মোবাইল গুলোর ভেতর সেরা অলরাউন্ডার লেগেছে Xiaomi Redmi 13c , যদি
শুধু গেমিং চান তবে Xiaomi Redmi 11 Prime, শুধু ক্যামেরা হলে , Samsung Galaxy
A05 । আপনাদের যেকোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আমি দেখা মাত্রই রিপ্লাই দিব। যদি আর্টিকেলে কোন ভুল্ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার
দৃষ্টিতে দেখবেন। এইরকম আরও আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। আজকের মতো
বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেয।


ভাইরাল মিন্ট হাবের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url