NSDA লেভেল 2 ও 3 এর উপকারিতা কি এই প্রশ্ন এখন অনেকের। এই আর্টিকেলে জানুন
কিভাবে এই সার্টিফিকেশন আপনার ক্যারিয়ার, আত্মবিশ্বাস ও কর্মসংস্থানে পরিবর্তন
আনতে পারে।
এই দুই লেভেল সম্পর্কে আপনাকে আজ এই ব্লগে বিস্তারিত বলব। আপনার মনের ভেতর এইটা
নিয়ে যত কৌতূহল আছে আশা করি এই আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ার পর সব দূর হয়ে যাবে।
সূচিপত্র ঃ NSDA লেভেল 2 ও 3 এর উপকারিতা কি
আরও পড়ুন ঃ
বাংলা আর্টিকেল লেখার নিয়ম । আর্টিকেল লিখে ইনকাম করুন
NSDA লেভেল 2 ও 3 এর উপকারিতা কি
NSDA লেভেল 2 ও 3 এর উপকারিতা নিয়ে লেখা আজকের এই আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ার পর
আশা করছি আপনার ভেতরে এটা নিয়ে যত প্রশ্ন আছে সব উত্তর আপনি পেয়ে যাবেন। NSDA এর
ফুল ফর্ম হচ্ছে "National Skill Development Authority" । এটার অনেক গুলো লেভেল
আছে যার ভেতর লেভেল 2 এবং লেভেল 3 গুরুত্বপূর্ণ । আপনি এই লেভেল গুলো সম্পূর্ণ
করার মাধ্যমে শুধু সার্টিফিকেট পাবেন তেমন টা না আপনি পাবেন একটি পরিবর্তিত নতুন
জীবন।
এই সার্টিফাইয়েড কোর্সটি আপনাকে মৌলিক থেকে মাঝারি স্তরের দক্ষতা এনে দিবে। এটি
শুধু শিক্ষাগত যোগ্যতা নয়,এটি বাস্তব কাজের প্রতিযোগিতায় আপনাকে প্রথম সারিতে
দাঁড়ানোর উপযোগী করে তুলবে। আপনার যদি বর্তমানে কাজ না থাকে বা কাজ আছে কিন্তু
উন্নতি নেই। এই লেভেল 2 ও 3 কোর্স করার মাধ্যমে আপনি আপনার জীবনের নতুন সুযোগের
দরজা খুলে ফেলতে পারবেন। আর এই সুযোগগুলো শুধু বাংলাদেশের ভেতর সীমাবদ্ধ নয় বরং
আপনি দেশের বাইরেও আপনি কাজে লাগাতে পারবেন।
NSDA কি এবং এর কাজ কি
NSDA অর্থাৎ ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট এজেন্সি আসলে আমার আপনার মতো সাধারণ
মানুষদের দক্ষতাকে একটা কাঠামো দেওয়ার কাজ করে। ভাবুন আপনার ভেতরে যেকোনো বিষয়ে
একটা দারুন প্রতিভা আছে। কিন্তু সেটার ব্যাপারে কেউ জানে না। সেটার কোন অফিসিয়াল
স্বীকৃতি নাই। NSDA এর কাজ হল আপনার সেই প্রতিভাকে সরকারি মানদণ্ডের ভেতর নিয়ে
আসা। তাদের প্রধান কাজ হচ্ছে প্রশিক্ষনের গুনগত মান বজায় রেখে নতুন নতুন দক্ষতা
শেখার সুযোগ তৈরি করা।
যাতে করে আপনি আমি আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতা করতে পারি। সোজা কথায় NSDA হল
আমাদের জীবনের কোন দক্ষতা ও প্রতিভাকে নির্ভরযোগ্য এবং আরও উন্নত করার বন্ধু।
যারা নিশ্চিত করে আমরা যেন যুগের সাথে তাল মিলিয়ে চলার মত সঠিক ও আধুনিক
প্রশিক্ষন পায়।
আরও পড়ুন ঃ
কিভাবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাবেন
ক্যারিয়ারে লেভেল 2 ও লেভেল 3 এর প্রয়োজনীয়তা
আপনার চাকরিতে কি আপনাকে একঘেয়েমি লাগছে ? NSDA লেভেল 2 ও 3 আপনাকে এমন কিছু নতুন
দক্ষতা শেখায় যাতে আপনি অন্য যেকোনো ক্ষেত্রে নিজেকে মানিয়ে নিয়ে সাফল্য অর্জন
করতে পারেন। ধরুন আপনি একজন মেকাপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। লেভেল 2 ও 3 এর
ট্রেনিং আপনার কাজে আরও ভালো করে দক্ষ হয়ে আপনার কাজকে আরও সহজ করে দিবে।
এই লেভেলগুলো সম্পন্ন করার পর মার্কেটের চাহিদামত আপনার কাজের সুজগ বেড়ে যায়।
সাধারণ কর্মচারীর পদ থেকে আপনি সুপারভাইজার বা টিম লিডার হিসেবে আবেদন করার সুযোগ
পেয়ে যাবেন। কারন আপনার সার্টিফিকেটেই প্রমান করে যে আপনার সিদ্ধান্ত নেওয়ার
ক্ষমতা কিংবা নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে।
আত্মবিশ্বাস বৃদ্ধি ও কর্মস্থানে সহজে প্রবেশ
NSDA লেভেল 2 ও 3 এর প্রশিক্ষন শুধু ক্লাসরুমের পড়াশুনা নয়। এখানে হাতে কলমে
প্র্যাক্টিকাল কাজ করানো হয়। যখন আপনি কঠিন কঠিন প্রজেক্টগুলো সফলভাবে সম্পন্ন
করতে পারবেন তখন আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। আপনি তখন বুঝতে পারবেন যে
আপনিও বড় চ্যালেঞ্জ নিতে সক্ষম। আপনার জ্ঞান ও দক্ষতার উপর আপনার পূর্ণ
আস্থা তৈরি হয়। আপনি তখন নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে ভয় পাবেন
না।
এই ট্রেনিং শেষ করার পর আপনার কর্মসংস্থান এর বিকল্প বেড়ে যায়। সব প্রতিষ্ঠান এমন
কর্মী চায় যে শুধু সনদ প্রস্তুত না, বরং বাস্তবে কাজ করার জন্য প্রস্তুত। দক্ষ
মানুষের চাহিদা সব জায়গায় আছে। বিশেষ করে প্রযুক্তি, নির্মাণ ও সেক্টর ভিত্তিক
কাজে । লেভেল 2 ও 3 করার পর আপনি মাঝারি স্তরের দায়িত্ব খুব সহজে পালন করতে
পারবেন যেমন সুপারভাইজর অথবা দলনেতার ভুমিকায়।
বেশি বেতন ও পদোন্নতির নিশ্চয়তা
এটি একটি প্রমানিত সত্য যে আপনার অ্যাডভান্সড সার্টিফিকেট থাকলে বেশি বেতনে চাকরি
পাবেন। আর যদি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে তবে সেই দক্ষতা কাজে লাগিয়ে
আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন। এই কোর্স শেষ করার সার্টিফিকেট থাকলে আপনি
যেকোনো চাকরি তে বেশি বেতন শুধু আশাই করতে পারেন না বরং আপনি উচ্চ পদের জন্য দর
কষাকষি করার মতো অবস্থানে পৌঁছে যান। নিয়োগ কর্মকর্তারা যানে যে উচ্চ
দক্ষতাসম্পন্ন কর্মী মানে প্রতিষ্ঠানের আরও বেশি উন্নতি হওয়ার সম্ভাবনা। আপনার
দক্ষতা এমন একটি বিনিয়োগ যা দ্রুত আপনাকে উচ্চ রিটার্ন দিতে সক্ষম।
আন্তর্জাতিক পর্যায়ে বেশি প্রাধান্য পাওয়া
NSDA সার্টিফিকেটগুলো বেশিরভাগই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সম্মানিত। এর মানে
হচ্ছে ভবিষ্যতে আপনি যদি বিদেশে চাকরি করতে যান বা কোন আন্তর্জাতিক কোম্পানিতে
কাজ করতে চান তবে এই সার্টিফিকেট এর কারনে আপনি সেসকল জায়গায় প্রাধান্য বেশি
পাবেন। বড় বড় বহুজাগতিক কোম্পানিগুলো সবসময় এমন লোক খুঁজে যাদের দক্ষতা শুধু
স্থানীয় নয় বরং আন্তর্জাতিক মানদণ্ড পুরন করে। আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার
মাধ্যমে আপনার পরিচিতি ও নেটওয়ার্কিং হয় শক্তিশালী ও আন্তর্জাতিক মানের।
সমস্যা সমাধানে দক্ষতা বৃদ্ধি করা
NSDA উচ্চস্তরের প্রশিক্ষনগুলো শুধু আপনাকে তথ্য মুখস্থ করিয়ে ছেড়ে দিবে না বরং
জটিল ও কঠিন সমস্যা গুলো আপনি কিভাবে সমাধান করবেন সেটার কৌশল শেখায়। Level 2 ও 3
তে আপনি এমন সব বাস্তব জীবনে কঠিন সমস্যাগুলোর মুখোমুখি হবেন যা থেকে আপনি কিভাবে
মুক্তি পাবেন সেগুলো শিখে আপনার মানসিক সক্ষমতা উন্নত হবে। এই প্রশিক্ষন আপনার
চিন্তা ভাবনাকে অনেক তীক্ষ্ণ করে তুলবে। আপনি দ্রুত একটি সমস্যার মূল খুঁজে বের
করে সেটি সমাধান করার সক্ষমতা অর্জন করবেন।
ব্যাক্তিগত উন্নতিতে NSDA ট্রেনিং এর প্রভাব
NSDA Level 2 ও 3 শুধুমাত্র আপনার পেশাগত দক্ষতা বৃদ্ধি করে না বরং আপনার
ব্যাক্তিগত জীবনকেও প্রভাবিত করে। এই প্রশিক্ষন আপনাকে শৃঙ্খলা, সময় ব্যবস্থাপনা
এবং মনোযোগ এর সাথে কাজ করার গুরুত্ব শেখায়। আপনি একজন আরও বেশি ফোকাসড মানুষে
পরিণত হন। কোর্সের সময় যে কঠিন পরিশ্রম আপনাকে করতে হবে তার ফল হিসেবে আপনি
সারাজীবন একজন দক্ষ মানুষ হয়ে জীবনযাপন করতে পারবেন। জীবনের কোন বাধাই আপনাকে
থামিয়ে রাখতে পারবেনা।
এই উন্নত সার্টিফিকেশন আপনাকে আপনার পরিবারের কাছে একজন রোল মডেল হিসেবে
প্রতিষ্ঠা করতে পারে। আপনার পরিবার,বন্ধু,বান্ধব , আত্মীয় স্বজন আপনাকে দেখে
অনুপ্রানিত হয়। আপনি প্রমান করতে পারেন যে সঠিক জায়গায় পরিশ্রম করলে জীবনের সবরকম
বাধা অতিক্রম করে সফল হওয়া সম্ভব।
প্রাসঙ্গিক পেশাগত সম্পর্ক তৈরি করা
NSDA এর Level 2 ও 3 তে সাধারনত এমন পেশাদাররা যোগ দেন যারা তাদের ক্যারিয়ার নিয়ে
খুব সিরিয়াস। তাদের সাথে পরিচয় হওয়া এবং সম্পর্ক তৈরি করা আপনার জন্য অনেক বড়
সুযোগ বয়ে আনতে পারে। এটার মাধ্যমে আপনার একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরির সুযোগ
হয়। এই নেটওয়ার্কের মাধ্যমে আপনি নতুন চাকরির সুযোগ বা বিশেষজ্ঞের পরামর্শের
মাধ্যমে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আপনার সহপাঠীরা ভবিষ্যতে আপনার
ব্যাবসায়িক অংশীদার বা গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করতে পারে।
এছাড়াও প্রশিক্ষকদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করাও খুব গুরুত্বপূর্ণ। এই
অভিজ্ঞ প্রশিক্ষকরা আপনাকে আপনার ক্যারিয়ার গঠনে সঠিক দিকনির্দেশনা দিতে পারবেন
এবং প্রয়োজনে পরামর্শ দিয়েও সহযোগিতা করতে পারবেন। NSDA লেভেল 2 ও 3 সার্টিফিকেশন
শুধু পরীক্ষার ফল নয় বরং ভবিষ্যতের বন্ধন।
টেকসই কর্মজীবনের পথে যাত্রা
যে কোন শিল্পে টেকসই হওয়া এখন সবথেকে বড় চ্যালেঞ্জ । NSDA Level 2 ও 3 এর
প্রশিক্ষন আপনাকে এমন দক্ষ করবে যাতে শুধু বর্তমান জীবনে নয় বরং ভবিষ্যৎ জীবনেও
আপনি যেন মাথা উচু করে বাচতে পারেন। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে
মানিয়ে চলার ক্ষমতা আপনি এই কোর্স থেকেই লাভ করেন। এই উচ্চতর সার্টিফিকেট আপনাকে
বাজারের পরিবর্তন এর মুখেও আপনার কাজের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। যখন
কোন কোম্পানি লোক ছাটাই করে তখন সবচেয়ে দক্ষ কর্মীরাই নিজেদের জায়গা ধরে রাখতে
পারে। সুতরাং NSDA Level 2 ও 3 এ বিনিয়োগ করা কেবল একটি খরচ নয়। এটি আপনার
ভবিষ্যতকে সুরক্ষিত করে।
শেষ কথা ঃ NSDA লেভেল 2 ও 3 এর উপকারিতা কি
এই সম্পূর্ণ আর্টিকেলে আমরা দেখলাম যে NSDA লেভেল 2 ও 3 এর উপকারিতা কেবল শুধু
সার্টিফিকেট প্রাপ্তির মধ্যে সীমাবদ্ধ নয়। এই প্রশিক্ষন আপনার ক্যারিয়ারের মোড়
ঘুরিয়ে দিয়ে আপনাকে একজন দক্ষ ও পেশাদার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। যদি আপনারা
নিজেদের জীবনে নিজের দক্ষতাকে একেবারে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান যাতে
করে আপনি সেই কাজে কোন রকম বাধাকেই বাধা না মনে করে এগিয়ে যেতে পারেন । তাহলে এই
কোর্স এর বিনিয়োগ একটি আদর্শ বিনিয়োগ।
আমার ব্যাক্তিগত মতামত হল, এই ধরনের আডভান্সড সার্টিফিকেশনগুলো একজন মানুষকে
ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। শুধু চাকরির বাজারে টিকে থাকা নয় বরং নেতৃত্ব
দেওয়ার ক্ষমতা অর্জন করাটাই এখানে মূল লক্ষ্য। আপনি যদি নিজেকে পরবর্তী ৫ বছরের
মধ্যে আপনার সেক্টরের একজন বিশেষজ্ঞ হিসেবে দেখতে চান তবে আর দেরি না করে
NSDA Level 2 ও 3 সম্পন্ন করার জন্য প্রস্তুতি শুরু করুন। আপনার পরিশ্রম ও এই
সার্টিফিকেট আপনাকে সাফল্যের চুড়ায় নিয়ে যাবেই।
ভাইরাল মিন্ট হাবের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url