রাজশাহী টু বগুড়া বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন
রাজশাহী টু বগুড়া বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে জানার জন্য আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আমাদের ওয়েবসাইটের জন্ম রাজশাহীতে তাই আপনি আমাদের এখানে একদম সঠিক তথ্য পাবেন।
আমরা রাজশাহীর বিভিন্ন বাস কাউন্টার যাচাই করে সেখান থেকে তথ্য সংগ্রহ করেছি। যাতে করে আপনাদের রাজশাহী থেকে বগুড়া বাসের সময়সূচীর সঠিক তথ্য দিতে পারি। তাহলে দেরি না করে চলুন আলোচনা শুরু করা যাক।
সূচিপত্র ঃ রাজশাহী টু বগুড়া বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন
- রাজশাহী টু বগুড়া বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা
- রাজশাহী টু বগুড়া বাসের নাম । Rajshahi to Bogura bus
- রাজশাহী টু বগুড়া বাসের সময়সূচী । রাজশাহী টু রংপুর বাস
- রাজশাহী টু বগুড়া বাসের মোবাইল নাম্বার । সেরা বগুড়া বাস
- রাজশাহী টু বগুড়া বাস ভাড়া কত । রাজশাহী থেকে বগুড়ার বাসের ভাড়ার তালিকা
- রাজশাহী টু বগুড়া বাসে দিনের নাকি রাতের যাত্রা সুবিধাজনক
- শেষ কথাঃ রাজশাহী টু বগুড়া বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা
রাজশাহী টু বগুড়া বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা
রাজশাহী টু বগুড়া বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে আমাদের এই আর্টিকেলটিতে
সব তথ্য আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব নির্ভুল রাখার। এই আর্টিকেলে রাজশাহী থেকে
বগুড়া যাওয়ার বাসের বর্তমান সময়সূচীর তথ্য দেওয়া হয়েছে। পরবর্তীতে Rajshahi to
Bogura bus service time পরিবর্তন হতে পারে। তবে খুব বেশি পরিবর্তন হবে না আশা
করা যায়। চলুন জেনে নেওয়া যাক রাজশাহী টু বগুড়া বাস সার্ভিস এবং বগুড়া টু রাজশাহী
বাস সার্ভিস এর এই আর্টিকেল।
আরও পড়ুন ঃ
পেভিটিন ক্রিম কিসের কাজ করে
রাজশাহী টু বগুড়া বাসের নাম । Rajshahi to Bogura bus
রাজশাহী টু বগুড়া বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে জানুন। বিভিন্ন
শ্রেণী পেশার মানুষ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন রাজশাহী থেকে বগুড়া বাসে
যাতায়াত করে থাকেন। প্রতিদিন রাজশাহীর ভদ্রা থেকে বিভিন্ন বাস বানেশ্বর, পুঠিয়া,
নাটোর , বগুড়া হয়ে রংপুর চলাচল করছে। অর্থাৎ রাজশাহী থেকে আপনাকে বগুড়া যেতে হলে
আপনাকে রাজশাহী টু রংপুর বাস সার্ভিস ব্যাবহার করতে হবে। নিম্নে নিয়মিত যেসকল বাস
রাজশাহী টু বগুড়া বা রাজশাহী টু রংপুর সার্ভিস দিয়ে থাকে সেগুলার নাম দেওয়া
হল ঃ
- আগমনী পরিবহন
- জে কে স্পেসাল
- সেঞ্চুরী পরিবহন
- তাফসির পরিবহন
- বসুন্ধরা পরিবহন
- রাজদুত পরিবহন
- বিআরটিসি পরিবহন
- নান্নু পরিবহন । ইত্যাদি
রাজশাহী টু বগুড়া বাসের সময়সূচী । রাজশাহী টু রংপুর বাস
রাজশাহী টু বগুড়া বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে লেখা এই আর্টিকেলে
উপরে আপনাদের আমি সব বাসের নাম দেওয়ার চেষ্টা করেছি। এবার আপনাদের এই সকল বাসের
সময়সূচী সম্পর্কে জানাব । রাজশাহী টু বগুড়া যাওয়ার জন্য বাসের দিনের প্রথম
যাত্রা শুরু হয় সকাল ৬ টায় রাজশাহীর ভদ্রা বাস স্ট্যান্ড থেকে। তারপর সারাদিন
৩০ মিনিট পর পর বাস ছেড়ে যায়। আপনি রাজশাহীর ভদ্রা থেকে বগুড়া যাওয়ার জন্য সেরা
বাস সার্ভিস পেয়ে যাবেন। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বিআরটিসি বাসগুলোর
সময়সূচী একটু ভিন্ন । বিআরটিসি বাস এর যাত্রা শুরু হয় সকাল ৭ টা ৩০ মিনিটে। এবং
বিআরটিসি বাস কুমারপাড়া থেকে তার যাত্রা শুরু করে।
রাজশাহী টু বগুড়া বাসের মোবাইল নাম্বার । সেরা বগুড়া বাস
আপনারা অনেকে কাউন্টার থেকে টিকিট কাটার পূর্বে চান যেন সেই খোঁজটা বাসা থেকে
নেয়ার। তাদের জন্য আমরা রাজশাহী টু বগুড়া বাসের মোবাইল নাম্বার কালেক্ট করে
এনেছি। যাতে করে আপনাদের কষ্ট কমে যায়। আপনারা এই মোবাইল নাম্বারগুলতে কল করে
আপনাদের পছন্দের সিট আগে থেকে বুক করে রাখতে পারবেন।
- বিআরটিসি কাউন্টার = +8801711-301-586, +8801730-835-283
- আগমনী পরিবহন কাউন্টার = +8801719-002-987
- বসুন্ধরা পরিবহন কাউন্টার = +8801714-948-028
- সেঞ্চুরী পরিবহন কাউন্টার = +8801717-370-835
- জে কে স্পেসাল কাউন্টার = +8801719-248-117
- তাফসির পরিবহন কাউন্টার = +8801705-092-757
আরও পড়ুন ঃ
কিভাবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাবেন
রাজশাহী টু বগুড়া বাস ভাড়া কত । রাজশাহী থেকে বগুড়ার বাসের ভাড়ার তালিকা
রাজশাহী টু বগুড়া বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে লিখা আর্টিকেলে এখন
আপনাদের জানাবো রাজশাহী টু বগুড়া বাস ভাড়া কত । আপনারা সবাই জানেন যে বাস ভাড়া
কখনও নির্দিষ্ট থাকেনা। বাস ভাড়া নির্ভর করে জ্বালানির উপর এবং আপনি এসি নাকি নন
এসি বাসে যাবেন সেটার উপর। আমি আপনাকে বর্তমান সময়ের ভাড়ার ব্যাপারে জানিয়ে রাখছি
। রাজশাহী থেকে বগুড়া যাওয়ার বাস ভাড়া জনপ্রতি ২০০ টাকা থেকে ২৫০ টাকা
পর্যন্ত। এই রুটে বাস নিয়মিত যাতায়াত করে তাই আপনি খুব সহজে বাস পেয়ে যাবেন
এবং ২ ঘণ্টার ভেতরে বগুড়া পৌছাতে পারবেন।
রাজশাহী টু বগুড়া বাসে দিনের নাকি রাতের যাত্রা সুবিধাজনক
রাজশাহী থেকে বগুড়ার বাস বাস ভ্রমনে অনেকের ভেতর এই প্রশ্ন জাগে। দেখুন রাজশাহী
টু বগুড়ার দূরত্ব কম হওয়ায় এই রুটে দিনে যাত্রা করাই বেশিরভাগ মানুষের জন্য
নিরাপদ ও আরামদায়ক হবে। দিনে যাত্রা করলে আপনি রাস্তার সুন্দর প্রাকৃতিক দৃশ্য
উপভোগ করতে পারবেন এবং পথে কোন সমস্যা হলে দ্রুত সেটা থেকে মুক্তি পেতে পারবেন।
তাছাড়া রাজশাহী টু বগুড়া রুটে দিনের বেলা বাসগুলোতে যাত্রী অনেক বেশি থাকে তাই
নিরাপত্তা নিয়ে চিন্তা করা লাগে না।
তবে আপনি কোন কারণবশত রাতে যাওয়ার প্রয়োজন পড়লে তারা রাতেও যাত্রা করতে পারবেন ।
রাতের বেলায় রাস্তা ফাকা হওয়ায় যানজট কম থাকে তাই আপনি দিনের বেলার চেয়ে রাতে আরও
দ্রুত গন্তব্যে পৌছাতে পারবেন। যদিও দূরত্ব কম তারপরও নিরাপত্তা নিশ্চিত করতে
স্বনামধন্য ও নামকরা বাস কোম্পানি বেছে নেওয়া উচিত। আপনার ব্যক্তিগত সুবিধা ও
আরামের কথা মাথায় রেখে সময় নির্ধারণ করুন ।
শেষ কথা ঃ রাজশাহী টু বগুড়া বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন
রাজশাহী টু বগুড়া বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে লেখা এই আর্টিকেলটি আশা
করি আপনাদের অনেক উপকারে আসবে । উপরের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে নিশ্চয় এতক্ষনে
আপনি রাজশাহী থেকে বগুড়া বাস সার্ভিস এর ব্যাপারে সব খুটি নাটি জানতে পেরেছেন।
আমি বলব এই রুটে যাত্রা করার জন্য টিকেট কাটার পূর্বে কাউন্টার ও অনলাইনে যাচাই
করে তারপর টিকেট কাটবেন । তাহলে ঠকবেন না। আমি আরও পরামর্শ দিব যে টিকেট কেনার
সময় বাসের বর্তমান অবস্থা আর বসার পরিবেশ জেনে নিন, কারণ একই ভাড়াতে অনেক সময়
ভালো সার্ভিস পাওয়া যায়।
আরও পড়ুন ঃ
প্রতি সপ্তাহে 4000 টাকা আয় করার টেকনিক
আমাদের আজকের আর্টিকেল যদি আপনার উপকারে এসে থাকে তবে আমাদের সাবস্ক্রাইব করে
রাখতে পারেন । এরকম আরও অনেক প্রয়োজনীয় ব্লগ আমরা পোস্ট করে থাকি। প্রিয় পাঠক
উপরে উল্লেখিত সময়সূচী যেকোনো সময় পরিবর্তন হতে পারে। সেজন্য আগে থেকে খোঁজ নিয়ে
টিকেট বুক করে রাখতে পারেন। যাত্রাপথে চলাচলের সময় সাবধানতা অবলম্বন করবেন। নিজের
জিনিসপত্রের এবং নিজের প্রতি সচেতন থাকবেন। আজকের মত বিদায় নিচ্ছি । আল্লাহ
হাফেয ।

ভাইরাল মিন্ট হাবের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url