হেই গুগল আমার বিয়ে কবে হবে
আমার বিয়ে কবে হবে এই প্রশ্নটা প্রায় সবাই একবার না একবার ভাবে। কেউ মজার ছলে, কেউ আবার মন থেকে জানতে চায়। জীবনের একটা বড় সিদ্ধান্ত হলো বিয়ে, তাই এর সময়টা জানার কৌতূহল থাকা স্বাভাবিক।
ব্যাক্তিগতভাবে আমি মনে করি, মানুষের জন্ম, মৃত্যু, বিয়ে উপরওয়ালার হাতে। কেউ কখনও সঠিক ভাবে বলতে পারবে না তার বিয়ে কবে হবে। কিন্তু আমরা কিছু উপায়ে চেষ্টা করে বিয়ের সময় এর ব্যাপারে একটা ধারনা পেতে পারি। এই আর্টিকেলে জানবো কিভাবে বিয়ের সময় ও সম্ভাবনা বোঝা যায়। তাই মনোযোগ দিয়ে আর্টিকেলটি পড়ুন। কোন কিছু ভুল থাকলে বা বুঝতে না পারলে কমেন্ট করুন। আমি দেখা মাত্রই আপনার কমেন্টের রিপ্লাই দিব।
সূচিপত্র ঃ আমার বিয়ে কবে হবে
- আমার বিয়ে কবে হবে
- বিয়ে নিয়ে মানুষের কৌতূহল
- বিয়ের সাথে জন্মতারিখ ও ভাগ্যের সম্পর্ক
- ইসলাম বিয়ে সম্পর্কে কি বলে
- বিয়ে হওয়ার আমল সম্পর্কে জানুন
- বিয়ে না হলে কি করবেন
- বিয়ে বিলম্ব হলে কি করবেন
- বাস্তব দিক থেকে বিয়ের বিষয়
- বিয়ের বয়স হলেই চারিদিকের চাপ
- বিয়ের জন্য উপযুক্ত সঙ্গি নির্বাচন
- প্রেম করে বিয়ে নাকি ঠিক করে বিয়ে
- হেই গুগল আমার বন্ধুর বিয়ে কবে হবে
- বিয়ের সময় কিভাবে বুঝবো
- বিয়ে যদি না হয় তাহলে কি করবেন
- বিয়ের আগে কিছু বাস্তব চিন্তা
- অনলাইন বিয়ে ক্যালকুলেটর ও বাস্তবতা
- শেষ কথা ঃ আমার বিয়ে কবে হবে
আমার বিয়ে কবে হবে
আমার বিয়ে কবে হবে প্রত্যেক মানুষের জীবনের এক সময় আসে যখন এই প্রশ্নটা মাথায় ঘুরে বেড়ায় । কেউ প্রেমে পড়ে, কেউ পরিবারে চাপে, আবার কেউ কেবল শুধু নিজের ভবিষ্যৎ জানতে চায়। যেমন আপনি, আপনার মাথায় এই প্রশ্ন এসেছে বলেই আপনি এই আর্টিকেলটি পড়ছেন।বিয়ের সময় নির্ভর করে অনেক কিছুর উপর।
মানসিক প্রস্তুতি, অর্থনৈতিক অবস্থা, পরিবার, এমনকি ভাগ্য এই সবকিছুর উপর নির্ভর করে আপনার বিয়ের সময়। কেউ অল্প বয়সেই জীবনের সঙ্গী খুঁজে পায়, আবার কেউ দেরিতে পায়। কিন্তু পায় ঠিকই , আল্লাহ তাআলা আমাদের সবার জীবনসঙ্গী কে আমাদের জন্য নির্ধারণ করেই এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন।
জন্মতারিখ দিয়ে বিয়ের সময় জানতে অনেকে জ্যোতিষের কাছে যায়, কেউ আবার অনলাইন বিয়ের সময় জানার জন্য বিভিন্ন এপ্স ব্যবহার করে। যদিও এসব সবসময় নির্ভুল না, তবুও অনেকেই এতে মানসিক শান্তি খুঁজে পায়। সত্যিটা হলো, আপনার বিয়ে তখনই হবে, যখন আপনি প্রস্তুত হবেন মানসিকভাবে, আবেগে, আর বাস্তব জীবনে।
বিয়ে নিয়ে মানুষের কৌতূহল
বিয়ে নিয়ে কৌতূহল মানুষের স্বাভাবিক অনুভূতি। কারণ এটা শুধু সম্পর্ক নয়, একটা নতুন অধ্যায়ের শুরু। ছোটবেলা থেকেই আমরা সিনেমা, নাটক, কিংবা পরিবারে বিয়ের গল্প শুনে বড় হই। তাই একসময় নিজের বিয়ে নিয়ে চিন্তা করা একেবারেই স্বাভাবিক। যখন আমার বুদ্ধি কম ছিল, আবেগ বেশি ছিল। তখন আমিও ভাবতাম আহ! আমার বিয়ে যে কবে হবে! খুবই কৌতুহুলি থাকতাম প্রায় সময়।
এই কৌতূহল অনেক সময় আনন্দ দেয়, আবার কখনও মানসিক চাপ তৈরি করে। বিশেষ করে যখন আশেপাশের সবাই বিয়ে করে ফেলে, তখন আমার বিয়ে কবে হবে প্রশ্নটা মনে ঘুরতেই থাকে। জীবনে চলার পথে একবার হলেও আপনার ভেতর এই প্রশ্ন টা আসবেই। আমি যেটা মনে করি, কৌতুহুলের বশে পড়ে জীবনের এই ব্যাপারে হুট করে সিদ্ধান্ত নেওয়া মোটেও ঠিক না।
আরও পড়ুনঃ প্রতি সপ্তাহে 4000 টাকা আয় করুন
বিয়ের সাথে জন্মতারিখ ও ভাগ্যের সম্পর্ক
অনেকে বিশ্বাস করে যে ভাগ্য অনুযায়ী বিয়ে হওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে। জন্মছক বা জন্মতারিখ নাকি সেই সময়টা ইঙ্গিত দেয়। জ্যোতিষদের মতে, বিয়ের ঘর বা সপ্তম ভাবের গ্রহের অবস্থান অনেক কিছু বলে। কেউ বলে, শনি থাকলে দেরি হয়, শুক্র ভালো অবস্থায় থাকলে প্রেমে সফলতা আসে।
তবে মনে রাখা দরকার, এই সবই একটা বিশ্বাসের অংশ। বাস্তব জীবনের অভিজ্ঞতা বলে, মনোভাব আর পরিস্থিতিই আসল নির্ধারক। তবুও, যারা নিজেদের জন্মতারিখ দিয়ে বিয়ে কবে হবে জানতে চায়, তারা একধরনের মানসিক প্রস্তুতি তৈরি করে, যা ভবিষ্যতের জন্য উপকারী।
ইসলাম বিয়ে সময় সম্পর্কে কি বলে
বিয়ে হওয়ার আমল সম্পর্কে জানুন
বিয়ে না হলে কি করবেন
বিয়েতে বিলম্ব হলে কি করবেন
জীবনে অনেক সময় নানা কারণেই বিয়ে দেরিতে হতে পারে। এটা নিয়ে দুশ্চিন্তা বা হতাশ হওয়ার কিছুই নেই। মনে রাখতে হবে, জীবনের প্রতিটা ঘটনার একটা নির্দিষ্ট সময় থাকে। তাই অস্থির না হয়ে ধৈর্য ধরে নিজের সময়ের জন্য অপেক্ষা করাই সবচেয়ে ভালো। এই সময়টা বরং নিজের উন্নতির জন্য কাজে লাগানো যেতে পারে। নতুন কিছু শেখা, পড়াশোনায় মন দেওয়া বা ক্যারিয়ারে ফোকাস করা।
এসবের মাধ্যমে নিজের মান অনেক বাড়ানো যায়। একজন আত্মবিশ্বাসী, পরিপক্ক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা ভবিষ্যতে আরও ভালো জীবনসঙ্গী পাওয়ার সম্ভাবনা তৈরি করে। আরেকটা ভালো কাজ হতে পারে সামাজিক পরিসরটা বড় করা। নতুন মানুষের সঙ্গে মিশুন, বিভিন্ন অনুষ্ঠানে যান, বন্ধুদের মাধ্যমে পরিচয়ের পরিধি বাড়ান।
অনেক সময় এমনভাবেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির সঙ্গে দেখা হয়ে যায়।সবশেষে সবচেয়ে দরকার ইতিবাচক মনোভাব রাখা। আশা হারাবেন না। সময় হলে ঠিক সেই মানুষটাই আসবে, যে আপনার জন্যই তৈরি। তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত না নিয়ে সময়কে বিশ্বাস করুন কারণ ভাগ্যের লেখা কখনও ভুল হয় না।
বাস্তব দিক থেকে বিয়ের সময়
ভাগ্যের পাশাপাশি বাস্তবতাও বিয়ের সময় নির্ধারণ করে। একজন মানুষ যদি অর্থনৈতিকভাবে স্থিতিশীল হয়, নিজের দায়িত্ব বুঝে নিতে পারে তখনই সে বিয়ের জন্য উপযুক্ত। অন্যদিকে কেউ মানসিকভাবে প্রস্তুত না হলে, বিয়ে হলেও সম্পর্ক টিকতে কষ্ট হয়। তাই শুধু কখন নয়, কতটা প্রস্তুত এই প্রশ্নটাই আসল। অনেকে ভাবে বয়স হলেই বিয়ে করা দরকার, কিন্তু তা নয়। সঠিক সময় হলো যখন আপনি নিজে প্রস্তুত এবং সেই সম্পর্কের দায়িত্ব নিতে পারবেন।
বিয়ের বয়স হলেই চারিদিকের চাপ
সমাজে একটা নির্দিষ্ট বয়স পার হয়ে গেলে বিয়ে না হওয়াটা যেন অনেকের কাছে একটা অস্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই চাপটা আরও বেশি। আত্মীয়স্বজন বা প্রতিবেশীরা নানা মন্তব্য করেন, কেউ কেউ আবার পরোক্ষভাবে প্রশ্ন ছুঁড়ে দেন “এখনও বিয়ে করলি না?” এসব কথা অনেক সময় মন খারাপ করে দেয় এবং অজান্তেই মানসিক চাপ তৈরি করে।
এই সামাজিক চাপের কারণে অনেকেই তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু সব সম্পর্ক সমান নয় ভুল মানুষকে বেছে নেওয়া মানে নিজের জীবনটাকেই ঝুঁকির মধ্যে ফেলা। তাই আশেপাশের কথায় না ভেবে নিজের মানসিক, আর্থিক এবং ব্যক্তিগত প্রস্তুতির সময়টাকে গুরুত্ব দেওয়া জরুরি প্রতিটি মানুষের জীবনের গতি আলাদা। কারও জন্য ২৫ বছর বয়সটাই সঠিক সময় হতে পারে, আবার কারও জন্য ৩০ কিংবা তারও পরে। এতে কোনো সমস্যা নেই। বিয়ের সঠিক সময় নির্ভর করে মানুষটির মানসিক প্রস্তুতি, স্থিতিশীলতা এবং জীবনের অবস্থার উপর।
এখনকার যুগে শিক্ষা, ক্যারিয়ার আর আত্মনির্ভরতার কারণে অনেকেই সচেতনভাবে একটু দেরিতে বিয়ে করছেন আর এটা খারাপ কিছু নয়। বরং এটা একটা ইতিবাচক পরিবর্তন, কারণ মানুষ এখন বুঝে, চিনে, এবং প্রস্তুতি নিয়ে জীবনসঙ্গী বেছে নিচ্ছে। সমাজের উচিত এই বাস্তবতাকে স্বীকার করা এবং প্রত্যেকের নিজের সিদ্ধান্তকে সম্মান করা।
বিয়ের জন্য উপযুক্ত সঙ্গি নির্বাচন
বিয়ের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে সঠিক মানুষকে খুঁজে পাওয়ার মধ্যে। জীবনসঙ্গী যদি উপযুক্ত না হয়, তাহলে বিয়ে টিকলেও তাতে সুখ আসে না। তাই সময় নিয়ে বুঝে শুনে এমন একজন মানুষ খুঁজে বের করুন, যিনি আপনার ভাবনা, মূল্যবোধ অর্থাৎ আপনাকে যে বুঝবে। সঙ্গী বেছে নেওয়ার সময় শুধু রূপ বা টাকার দিকে তাকিয়ে সব ভুলে যাবেন না।
এগুলো সময়ের সঙ্গে শেষ হয়ে যায়, কিন্তু চরিত্র, দায়িত্ববোধ আর সম্মানবোধ এই গুণগুলোই আসল সম্পদ। একজন সৎ, সহানুভূতিশীল এবং স্থির মানুষই জীবনের দীর্ঘ পথচলায় সত্যিকারের সঙ্গী হতে পারে। পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া আর বিশ্বাস ছাড়া টেকসই সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়। এখনকার যুগে সঙ্গী খোঁজার উপায় অনেক বেড়ে গেছে। অনলাইন ম্যাট্রিমোনিয়াল সাইট বা ফেসবুক গ্রুপে অনেকেই সঠিক মানুষ খুঁজে পান। তবে এসব জায়গায় নিজের তথ্য শেয়ার করার আগে একটু সাবধান থাকা জরুরি।
যাচাই না করে কোনো সিদ্ধান্ত নিলে প্রতারণার ঝুঁকি থাকে, তাই সতর্ক থাকা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ বন্ধুদের মাধ্যমেও উপযুক্ত প্রস্তাব আসতে পারে। তাদের পরামর্শ নেওয়া ভালো, কিন্তু শেষ সিদ্ধান্তটা নিজের হৃদয়ের কথা শুনে নেওয়া উচিত। কারণ, শেষ পর্যন্ত এই সম্পর্কটা আপনাকেই সারাজীবন বহন করতে হবে। ভুল সিদ্ধান্তের দায়ও আপনার, আর সঠিক সিদ্ধান্তের সুখও আপনারই।
প্রেম করে বিয়ে নাকি ঠিক করে বিয়ে
অনেকেই ভাবে, ভালবাসার বিয়ে নাকি পারিবারিক ভাবে ঠিক করা বিয়ে কোনটা ভালো ? প্রেমের বিয়েতে আবেগ থাকে, ভালোবাসা থাকে। কিন্তু সফল হতে হলে সেখানে বোঝাপড়া আর দায়িত্ববোধ থাকা দরকার। আর পারিবারিক ভাবে ঠিক করা বিয়েতে পরিবারের সহায়তা থাকে, কিন্তু সেখানেও সময় নিয়ে বিশ্বাস তৈরি করতে হয়। আপনি যেটাই বেছে নেন, গুরুত্বপূর্ণ হলো সঠিক মানুষটিকে বেছে নেওয়া। কারণ বিয়ে কেবল দুজন মানুষের নয়, দুই জীবনের মিলন।
বাংলাদেশি সমাজে বিয়েতে পরিবারের ভূমিকা অনেক বড়। অনেকে পরিবারের চাপে বিয়ে করে, আবার কেউ ভালোবাসার জন্য অপেক্ষা করে। সমাজ কখনও বিয়ের জন্য চাপ দেয়, কিন্তু আসলে সিদ্ধান্তটা একান্তই ব্যক্তিগত। আপনি যদি নিজের জীবনের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী হন, তবে অন্যদের মতামত আপনার পথে বাধা হবে না। সমাজের কথা শোনা দরকার, কিন্তু জীবনটা তো আপনার, তাইনা?
হেই গুগল আমার বন্ধুর বিয়ে কবে হবে
বিয়ে একটা মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা শুধু একটা সম্পর্ক না, বরং একটা নতুন জীবনের শুরু। বিয়ের সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, দায়িত্ব, পরিবার, আর অনেক আবেগের গল্প। তাই কারও বিয়ে কবে হবে এটা নিয়ে কৌতূহল থাকা একদম স্বাভাবিক। আমরা অনেক সময় মজা করে বা আগ্রহ থেকে বন্ধুকে জিজ্ঞেস করি, তোর বিয়ে কবে রে?
আবার কেউ কেউ গুগলে সার্চ দেয়, আমার বন্ধুর বিয়ে কবে হবে। আজকের প্রযুক্তির যুগে মনে হয়, সবকিছুর উত্তর যেন গুগলই জানে! কিন্তু সত্যি করে বললে, গুগল কোনোদিনও কারও বিয়ের আসল তারিখ বলতে পারবে না। কারণ বিয়ে এমন কিছু নয়, যা ক্যালেন্ডারে আগে থেকে ঠিক করে বলা যায়।
আরও পড়ুনঃ পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে
বিয়ের সময় কিভাবে বুঝবো
বিয়ের সময় আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। প্রথমত, আপনার মানসিক প্রস্তুতি। বিয়ে কোনো ছোট সিদ্ধান্ত না, এটা এমন একটা বন্ধন যেখানে দুজন মানুষ একে অপরের জীবনের দায়িত্ব নেয়। যদি কেউ মানসিকভাবে প্রস্তুত না থাকে, তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়। তাই আগে নিজের মানসিক দিকটা বোঝা দরকার যে আপনি কি আসলেই বিয়ের জন্য প্রস্তুত?
দ্বিতীয়ত, অর্থনৈতিক স্থিতি। এখনকার যুগে সংসার চালানো সহজ বিষয় না। বিয়ের পর শুধু অনুষ্ঠান নয়, পরের জীবনের খরচ, দায়িত্ব, সবকিছুই মাথায় রাখতে হয়। তাই যদি আপনি এখনো নিজের অবস্থান ঠিক না করে থাকেন, তাহলে একটু সময় নেওয়াই ভালো। স্থির জীবনে বিয়ে করলে সম্পর্কটা অনেক সুন্দরভাবে টিকে।
তৃতীয়ত, পারিবারিক পরিবেশ ও সামাজিক চাপ। আমাদের সমাজে এখনো পরিবার অনেক সময় সিদ্ধান্তে বড় ভূমিকা নেয়। কেউ কেউ পরিবারের চাপে বিয়ে করে ফেলে, আবার কেউ নিজের ইচ্ছার জন্য অপেক্ষা করে। এই জায়গায় আপনার কাছের কারো পরামর্শ নেওয়া খুব দরকার, যেন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, পরিবারের চাপ নয়।
সবশেষে, একটা কথা খুব সত্য বিয়ের সময় কেউ আগে থেকে বলতে পারে না। এটা এমন একটা জিনিস, যা হয় ঠিক সময়মতোই। কখনও হঠাৎ কারও জীবনে সঠিক মানুষ চলে আসে, আবার কখনও সময় নেয় একটু বেশি। তাই আমার বিয়ে কবে হবে এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে তাড়াহুড়ো করার দরকার নেই। বরং আপনি নিজের জীবনটাকে গুছিয়ে নিন, নিজেকে তৈরি করুন সময় এলেই সব ঠিক হয়ে যাবে।
বিয়ে যদি না হয় তাহলে কি করবেন
বিয়ে নিঃসন্দেহে জীবনের একটা বড় অধ্যায়। তবে এটা জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। জীবনে বিয়ে যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই নিজের ব্যক্তিত্ব, স্বপ্ন, আর আত্মসম্মানও সমান জরুরি। অনেক সময় দেখা যায়, সঠিক মানুষ না পাওয়া, নিজের প্রস্তুতি না থাকা, বা জীবনের কিছু লক্ষ্য এখনো অসম্পূর্ণ থাকার কারণে বিয়ে দেরি হয়ে যায়। কিন্তু এতে দুঃখ বা হতাশ হওয়ার কিছুই নেই।
বরং এটাকে একটা সুযোগ হিসেবে দেখা উচিত। সময়টা যদি বিয়ে ছাড়া থেকে যায়, তাহলে সেই সময়টা নিজের জন্য ব্যবহার করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ, বিয়ে যদি জীবনের পরের ধাপ হয়, তাহলে এই সময়টা হচ্ছে নিজেকে তৈরি করার সময়।
শিক্ষা ও দক্ষতা বাড়ানোর সময়
যদি এখনো বিয়ে না হয়ে থাকে, তাহলে দারুণ সুযোগ আছে নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়ার। নতুন কিছু শিখে ফেলতে পারেন যেমন রান্না, ফটোগ্রাফি, সংগীত, লেখালেখি, ডিজাইনিং বা যে কোনো প্যাশন যেটা আপনার ভেতরের মানুষটাকে আনন্দ দেয়।
নিজের পেশাগত দক্ষতা বাড়ানোও খুব দরকারি। হয়তো কোনো কোর্স করা যেতে পারে, কিংবা নতুন কোনো সার্টিফিকেট নেওয়া যেতে পারে, যা আপনার ক্যারিয়ারে পরের ধাপ খুলে দেবে। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে, আর জীবনের মানও অনেক উন্নত হবে।
নিজেকে জানার সময়
বিয়ে দেরি হওয়া মানে এই নয় যে আপনি পিছিয়ে পড়েছেন। বরং এটা এমন একটা সময়, যখন আপনি নিজের ভেতরটা চিনতে পারবেন আপনার পছন্দ, আপনার লক্ষ্য, আর কী ধরনের সঙ্গী আপনার জীবনের জন্য উপযুক্ত। অনেক সময় মানুষ তাড়াহুড়ো করে বিয়ে করে, পরে বুঝতে পারে সে ভুল জায়গায় চলে এসেছে। তাই সময় নিয়ে নিজেকে বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
সম্পর্কের বাইরেও ভালোবাসা
ভালোবাসা শুধু বিয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। পরিবার, বন্ধু, পোষা প্রাণী, এমনকি নিজের কাজের প্রতিও ভালোবাসা থাকতে পারে। যখন আপনি নিজের জীবনে এই ভালোবাসাগুলোর মূল্য বুঝতে শিখবেন, তখন আপনি আরও পরিণত হবেন। আর ঠিক তখনই হয়তো ভাগ্য আপনাকে সেই মানুষটার কাছে নিয়ে আসবে, যে আপনার জীবনে স্থায়ী হবে।
বিয়ে না হওয়া মানে জীবন থেমে যাওয়া নয়। বরং এটা সেই সময়, যখন আপনি নিজের জীবনটাকে আরও রঙিন করে তুলতে পারবেন। ভ্রমণে যান, নতুন জায়গা দেখুন, নিজের ইচ্ছে মতো সময় পার করুন। নিজের প্রতি বিনিয়োগ করুন কারণ আপনি যত বেশি নিজেকে ভালোবাসবেন, তত বেশি সুখী হবেন ভবিষ্যতের সম্পর্কেও।
বিয়ে একটা সুন্দর অধ্যায়, কিন্তু জীবনের শেষ কথা নয়। সময়টা যদি এখনো না আসে, চিন্তা করবেন না। হয়তো এই সময়টাতেই আপনি এমনভাবে নিজেকে তৈরি করবেন, যাতে ভবিষ্যতে আপনার ভালোবাসা ও সম্পর্ক আরও গভীর আর স্থায়ী হয়।
বিয়ের আগে কিছু বাস্তব চিন্তা
বিয়ের আগে কিছু বাস্তব প্রশ্নের উত্তর জানা দরকার। আপনি কি নিজের ক্যারিয়ার, আর্থিক অবস্থা আর মানসিক সব ভাবে বিয়ের জন্য প্রস্তুত কিনা। আপনার পরিবার এর অন্য সদস্যদের মত আছে কিনা। আপনি বিয়ে করে সংসার করার মতো মানসিক ভাবে প্রস্তুত কিনা। যদি প্রস্তুত না থাকেন তবে সময় নিন।
কারণ বিয়ে মানে শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরের জীবনের ভার নেওয়া। তাই বিয়ের অবশ্যই সব দিক চিন্তা ভাবনা করে করবেন। আপনার জীবনের নির্ধারক আপনি নিজেই। অনেকে কোন কিছু না চিন্তা করে আবেগের বশে কিংবা পারিবারিক চাপে বিয়ে করে ফেলে। সেই বিয়ে অনেক সময় টিকে না। আর টিকলেও সংসারে শান্তি হয় না। তাই ভাবিয়া করিও বিবাহ,করিয়া ভাবিও না।
আরও পড়ুনঃ পুদিনা পাতার জুস এর উপকারিতা
অনলাইন বিয়ে ক্যালকুলেটর ও বাস্তবতা
আজকাল অনেক ওয়েবসাইটে জন্মতারিখ দিয়ে বিয়ে কবে হবে জানার ক্যালকুলেটর পাওয়া যায়। এইসব টুল মজার ছলে ব্যবহার করা যায়, কিন্তু এগুলোর ফলাফল কখনোই শতভাগ নির্ভুল হয়না। তবে যারা জানতে ভালোবাসে, তাদের জন্য এটা একটা মানসিক খেলা, যা আনন্দ দেয়।
কিন্তু বাস্তবে বিয়ে নির্ভর করে আপনার জীবনযাপন, সিদ্ধান্ত ও প্রস্তুতির উপর। তাই মজার ছলে জানতে পারেন, কিন্তু বিশ্বাস রাখুন নিজের জীবনে। তবে এগুলোর সাথে বাস্তবিক জীবনে কোন মিল নেই। নিজেকে প্রস্তুত করুন। যেন সঠিক সময় আসলে আপনি ঘাবড়ে না যান।
শেষ কথা: আমার বিয়ে কবে হবে
আমার বিয়ে কবে হবে এই আর্টিকেলে আমরা দেখেছি কিভাবে ভাগ্য, সময়, মানসিক প্রস্তুতি, পরিবার ও বাস্তব পরিস্থিতি মিলে একজন মানুষের বিয়ের সময় নির্ধারণ করে। কেউ জন্মছক দেখে উত্তর খোঁজে, কেউ নিজের অনুভূতিতে বিশ্বাস রাখে। আসলে বিয়ে তখনই হয়, যখন জীবন আর ভালোবাসা একই ছন্দে মিলে যায়।
আমার মতে, বিয়ে কোনো দৌড় নয়, এটা জীবনের স্বাভাবিক যাত্রা। আপনি যত বেশি নিজেকে ভালোভাবে তৈরি করবেন, তত দ্রুত সঠিক মানুষ আপনার জীবনে আসবে। তাই অপেক্ষা নয়, প্রস্তুতি নিন। যখন সময় আসবে, তখন আপনি নিজেই বুঝবেন । আর আমার উপদেশ হবে বিয়ে করার আগে অবশ্যই আপনার যার সাথে বিয়ে ঠিক হচ্ছে তার ব্যাপারে ভালমতো খোঁজ নিন, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হচ্ছেন। বিয়ে একটা পবিত্র বন্ধন, তাই যাকে বিয়ে করছেন সেই মানুষটা যদি মনের মতো না হয়। তবে সেই বিয়ে টিকে না আর টিকলেও সেই সংসারে অশান্তি লেগেই থাকে। তাই যেটাই করবেন, ভেবে চিন্তে করুন।



ভাইরাল মিন্ট হাবের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url