নতুনরা কিভাবে ফরেক্স ট্রেডিং শুরু করবেন
নতুনরা কিভাবে ফরেক্স ট্রেডিং শুরু করবেন তা কি জানেন? অনলাইন আয়ের দুনিয়ায়
'ফরেক্স ট্রেডিং' কি আপনার ভাগ্য বদলে দিতে পারে?
জানুন কীভাবে বড় বড় ইনভেস্টরদের
মতো আপনিও কারেন্সি কেনা-বেচা করে নিজের ক্যারিয়ার গড়তে পারেন। নতুনদের জন্য Forex trading এর সহজ ও বাস্তব সমাধান!
সুচিপত্রঃ নতুনরা কিভাবে ফরেক্স ট্রেডিং শুরু করবেন
ফরেক্স ট্রেডিং কি? নতুনদের জন্য ফরেক্স ট্রেডিং গাইডলাইন
নতুনরা কিভাবে ফরেক্স ট্রেডিং শুরু করবেন চলুন জেনে নেয়া যাক। ঘরে বসে বৈদেশিক
মুদ্রা কেনা-বেচার বাস্তবসম্মত গাইড আপনার কি মনে আছে, শেষবার যখন বিদেশে বেড়াতে
গিয়েছিলেন বা কেউ বিদেশ থেকে এসেছিল, তখন আপনাকে টাকা বদলে ডলার বা অন্য কোনো
মুদ্রা নিতে হয়েছিল? ঠিক এই কাজটিই যখন বড় পরিসরে এবং লাভের উদ্দেশ্যে অনলাইনে
করা হয়, তখন তাকেই আমরা বলি ফরেক্স ট্রেডিং। আজকাল সোশ্যাল মিডিয়ায় ফরেক্স নিয়ে
অনেক কথা শোনা যায়, কিন্তু এর আসল রহস্যটা কী? চলুন, আজ কোনো মুখস্থ কথা নয়, বরং
সরাসরি কাজের কথা বলা যাক।
আরও পড়ুন ঃ
10000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ 2025
কারেন্সি মার্কেট বা ফরেক্স আসলে কীভাবে কাজ করে?
সহজ কথায়, ফরেক্স (Forex) হলো পৃথিবীর সবচেয়ে বড় মুদ্রার বাজার। আপনি জানলে অবাক
হবেন, প্রতিদিন এই বাজারে কয়েক ট্রিলিয়ন ডলারের লেনদেন হয়! যেখানে শেয়ার বাজারে
শুধু নির্দিষ্ট কোম্পানির শেয়ার কেনা-বেচা হয়, সেখানে ফরেক্সে লড়াই চলে একটি
দেশের অর্থনীতির সাথে অন্য দেশের অর্থনীতির। একটি উদাহরণ দিই: ধরুন, আপনি দেখছেন
বাংলাদেশের বাজারে ডলারের দাম বাড়ছে। আপনি কিছু ডলার কিনে রাখলেন এবং দাম বাড়লে
তা বিক্রি করে দিলেন। এই যে দামের ওঠানামা থেকে আপনি লাভ করলেন, এটাই ফরেক্সের
মূল মন্ত্র। অনলাইনে আমরা এটি করি কারেন্সি পেয়ার (Currency Pairs) এর মাধ্যমে,
যেমন- EUR/USD।
কেন আপনি ফরেক্স ট্রেডিংকে বেছে নেবেন? (সুবিধা ও সমাধান)
অনেকেই প্রশ্ন করেন, "ভাই, কাজ তো অনেক আছে, ফরেক্স কেন?" এর উত্তর লুকিয়ে আছে এর
স্বাধীনতার মধ্যে।
১. সময়ের স্বাধীনতা (২৪ ঘণ্টা খোলা) ফরেক্স মার্কেটের কোনো নির্দিষ্ট অফিস নেই।
এটি সিডনি থেকে শুরু হয়ে নিউইয়র্ক পর্যন্ত চক্রাকারে চলে। ফলে আপনি যদি দিনের
বেলা চাকরি করেন, তবে রাতে বা ভোরেও ট্রেড করতে পারবেন। এটি সপ্তাহের ৫ দিনই খোলা
থাকে।
২. অল্প পুঁজিতে বড় ব্যবসা ফরেক্সে 'লেভারেজ' (Leverage) বলে একটা সুবিধা আছে। এর
মানে হলো, আপনার কাছে অল্প টাকা থাকলেও ব্রোকার থেকে লোন নিয়ে আপনি বড় ভলিউমে
ট্রেড করতে পারেন। তবে সাবধান! এটি যেমন লাভ দেয়, তেমনি ঝুঁকিও বাড়ায়।
৩. লিকুইডিটি বা নগদ টাকা অন্যান্য ব্যবসায় পণ্য বিক্রি করতে সময় লাগে, কিন্তু
ফরেক্সে আপনি মাউসের এক ক্লিকেই আপনার কারেন্সি বিক্রি করে টাকা পকেটে নিতে
পারেন। এখানে ক্রেতার কোনো অভাব নেই।
নতুনরা যে সমস্যায় পড়েন এবং তার সমাধান(FAQ)
ফরেক্স শুনতে খুব সহজ মনে হলেও ৯৫% মানুষ শুরুতে লস করেন। কেন? কারণ তারা কোনো
প্ল্যান ছাড়াই ঝাঁপিয়ে পড়েন। নিচে কিছু সাধারণ সমস্যার সমাধান দেওয়া হলো:
১। কোথায় শুরু করবেন বুঝতে পারছেন না?
উত্তরঃ প্রথমেই রিয়েল টাকা ইনভেস্ট করবেন না। একটি ভালো ব্রোকারে ডেমো
অ্যাকাউন্ট (Demo Account) খুলুন। সেখানে নকল টাকা দিয়ে প্র্যাকটিস করুন অন্তত ৩
মাস।
২। কোন সময় ট্রেড করবেন?
উত্তরঃ লন্ডন এবং নিউইয়র্ক সেশন যখন একসাথে চলে (বাংলাদেশি সময় সন্ধ্যা ৬টা
থেকে রাত ১০টা), তখন মার্কেটে মুভমেন্ট বেশি থাকে। এই সময়টি ট্রেড করার জন্য
সবচেয়ে ভালো।
৩। ইমোশন কন্ট্রোল করার উপায় কি?
সমাধান: ফরেক্সকে জুয়া ভাববেন না। একটি ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করুন। লস হলে
সেটা মেনে নেওয়ার মানসিকতা রাখুন এবং রিভেঞ্জ ট্রেডিং (লস কভার করতে বারবার ট্রেড
করা) থেকে দূরে থাকুন।
মার্কেট এনালাইসিস: সফল হওয়ার চাবিকাঠি ফরেক্সে সফল হতে হলে আপনাকে দুটি বিষয়
বুঝতে হবে:
ফান্ডামেন্টাল এনালাইসিস: অর্থাৎ কোন দেশের রাজনৈতিক বা অর্থনৈতিক অবস্থা কেমন।
যেমন- আমেরিকার বেকারত্বের হার কমলে ডলার শক্তিশালী হতে পারে।
টেকনিক্যাল এনালাইসিস: চার্ট দেখে দামের আগের মুভমেন্ট বিশ্লেষণ করা। এটি আপনাকে
বলবে কখন কেনা উচিত আর কখন বিক্রি করা উচিত।
শেষ কথা ঃ নতুনরা কিভাবে ফরেক্স ট্রেডিং শুরু করবেন
আজকের এই আর্টিকেলে নতুনরা কিভাবে ফরেক্স ট্রেডিং শুরু করবেন তার সম্পূর্ণ
গাইডলাইন নিয়ে আলোচনা করা হয়েছে। ফরেক্স ট্রেডিং কোনো "আলাদিনের চেরাগ" নয়
যে ঘষা দিলেই টাকা বের হবে। এটি একটি প্রফেশনাল স্কিল। আপনি যদি ধৈর্য ধরে শিখতে
পারেন, তবে এটি আপনাকে আর্থিক স্বাধীনতা দিতে পারে। কিন্তু শেখার আগে বড় ইনভেস্ট
করা মানেই হলো নিজের বিপদ নিজে ডেকে আনা।
আমার মতে, ফরেক্স ট্রেডিং শুরু করার আগে এটার মার্কেট নিয়ে আগে ভালমতো এনালাইসিস
করুন। তারপর যদি আপনার ভেতরে আত্মবিশ্বাস তৈরি হয় তখন শুরু করুন। আর আমি বলব
প্রথমে অল্প কিছু ইনভেস্ট দিয়ে শুরু করুন যেন লস হলেও আপনার তেমন ক্ষতি না হয়। এই
সেক্টরে মানুষের উন্নতি এবং অবনতি দুইটাই খুব দ্রুত হয়।

ভাইরাল মিন্ট হাবের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url